মুলাদীতে ২শতাধিক ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে মুলাদী থানা অফিসার ইনচার্জ জিয়াউল আহসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মৃধারহাট খেয়াঘাট থেকে মাদক ব্যবসায়ী সাব্বির হোসেনকে গ্রেফতার করে। সাব্বির (২০) উপজেলার সফিপুর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের মাসুদ সিকদারের পুত্র। সে দীর্ঘ দিন ধরে মুলাদী উপজেলার উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে ইয়াবাসহ মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। বুধবার বিকালে সাব্বির ইয়াবা বিক্রির লক্ষে মৃধারহাট খেয়াঘাটে আসে। গোপন সংবাদের ভিত্তিতে ওসি পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ২০১ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায় সাব্বির তালিকাভূক্ত একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।