যশোরে আতঙ্কের নাম ডেঙ্গু জ¦র। জেনারেল হাসপাতালে প্রতিদিনই ৮/১০ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। হাসপাতালের পুরুষ ও মহিলা মেডিসিন বিভাগের মধ্যে রেখেই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। গত ৮দিনে এ রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৬১ জন ও মারা গেছে একজন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুইদিনে ২৫ জন ডেঙ্গু জ¦র নিয়ে ভর্তি হলে পরীক্ষা নিরীক্ষায় ২০ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। সোমবারে ভর্তিকৃতরা হলো, শার্শা উপজেলার খোকন সরকারের ছেলে সমীর সরকার (২০), যশোর সদর উপজেলার আকের আলীর ছেলে ইসতিয়াক অপু (২৩), চৌগাছা উপজেলার ওবায়দুল হকের ছেলে ফেরদৌস হোসেন (১৭), আড়পাড়া এলাকার রহমান আলীর ছেলে আলতাফ হোসেন (৩৫), উপশহরের বি-ব¬কের শেখ জুয়েলের ছেলে অয়ন (২৫), ঝিকরগাছা উপজেলার আজগর আলীর ছেলে আবুল কালাম, যশোর শহরের লোন অফিস পাড়ার আবদুস সাত্তারের নাইম হাসান (২৪), বাঘারপাড়া উপজেলার ইসমাইল হোসেন।
মঙ্গলবারে ভর্তি হয়েছেন, যশোর সদরের মোমিননগর গ্রামের মুরাদ হোসেনের ছেলে অথই (৮), ঝিকরগাছা উপজেলার শেখ কবিরের ছেলে আবুল কালাম আজাদ (২৬), সদর উপজেলার ভাতুড়িয়া এলাকার ওমর আলীর ছেলে রাজ্জাক (৩২), ঝিকরগাছা উপজেলার ফজর গাজীর ছেলে আইয়ুব আলী (৩৮), সদর উপজেলার চুড়ামনকাটি ছাতিয়ানতলা এলাকার দবির উদ্দিনের ছেলে করিম (৪২), শহরের পুলিশ লাইন এলাকার রবিউল ইসলামের ছেলে সাকিল (১৮), চৌগাছার স্বপন (৪২), যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকার বাবুলের ছেলে মনির (২৫)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, যশোর জেনারেল হাসপাতালে গত ৮ দিনে ৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীরা জানান, হাসপাতালের পুরুষ ও মহিলা মেডিসিন বিভাগে ডেঙ্গু রোগীদের রাখা হয়েছে। একসাথে মেডিসিন সংক্রান্ত সকল রোগীদের রাখা হয়েছে। এখানে শুধুমাত্র ডেঙ্গু রোগীদের মশারীর মধ্যে রাখা হয়েছে। এ ছাড়া সবকিছু একসাথে চলছে। এখানে ডেঙ্গু রোগীদের আলাদা কোন চিকিৎসা দেয়া হচ্ছে না। অন্যান্য হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কেবিন রয়েছে। সেখানে যশোর জেনারেল হাসপাতালে আলাদা কোন কাবিন নেই। যা নিয়ে রোগীদের মাঝে ক্ষোভ রয়েছে।
এ ব্যাপারে যশোর জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ জানান, ডেঙ্গু রোগীদের আলাদাভাবে কেয়ার নেয়া হচ্ছে। তাদের সঠিকভাবে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
যবিপ্রবিতে মশক নিধন অভিযান শুরু
ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (যবিপ্রবি) শোভাযাত্রা হয়েছে। একইসঙ্গে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধ এবং এ রোগে আক্রান্ত হলে করণীয় বিষয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়। বুধবার যবিপ্রবির প্রধান ফটকের সামনে থেকে বিশ^বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
পরিবেশন উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সভাপতি ও ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সভাপতিত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন যবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আনিছুর রহমান, যবিপ্রবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, সাধারণ সম্পাদক ড. নাজমুল হাসান, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, পরীক্ষা নিয়ন্ত্রক আবদুর রশীদ, প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল, গ্রন্থাগারিক আমিনুল হক, সম্পত্তি কর্মকর্তা হাসান আলী, নিরাপত্তা কর্মকর্তা মুন্সী মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ।
শোভাযাত্রা শেষে বিশ^বিদ্যালয়ের আবাসিক হলসমূহ, অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, শিক্ষক-কর্মকর্তাদের আবাসিক ভবন এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন এবং মশার আবাসস্থল ধ্বংস করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
যবিপ্রবি ভিসি ড. আনোয়ারসহ তিনজনের বিরদ্ধে রুল জারি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যথাযথভাবে উপস্থাপন না করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেনসহ তিনজনের বিরদ্ধে রুল জারি করেছেন মহামান্য হাইকোর্ট ডিভিশন। হাইকোর্ট ডিভিশনের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এবং কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। একই সাথে একটি তদন্ত কমিটি করে আগামি দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেয়া হয়েছে।
শুনানীতে বাদীপক্ষের আইনজীবী ছিলেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সিনিয়র আইনজীবী এম. কে রহমান ও শামীম সরদার। যবিপ্রবির চলতি বছরের ডেক্স ক্যালেন্ডারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আপত্তিকরভাবে উপস্থাপন করে অবমাননা করা হয়। এজন্য যশোর আদালতে ৫০০ কোটি টাকার একটি মানহানীর মামলা করেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। মামলাটি এখন বিচারাধীন। এরইমধ্যে আনোয়ার হোসেন বিপুল উচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করেন। যার প্রেক্ষিতে সোমবার আদালত এই রুল জারি করেন। আদালত যবিপ্রবির ওই ডেস্ক ক্যালেন্ডার কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি আনোয়ার হোসেন, রেজিস্টার ইঞ্জিনিয়ার আহসান হাবিব এবং পাবলিক রিলেশন অফিসারকে নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপারে মামলার বাদী আনোয়ার হোসেন বিপুল বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা অসম্মানিত করতে পারেন, তারা স্বাধীনতায় বিশ্বাস করেন না। আমি মুক্তিযুদ্ধের পক্ষের একজন কর্মী হিসেবে তাদের এই কর্মকা-ে অত্যন্ত ব্যথিত হয়েছি। তাই বিচারের জন্য আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত রুল জারি করেছেন। আশা করি আমি ন্যায় বিচার পাবো।