যশোরের শার্শা উপজেলার কালিয়ানি সীমান্ত থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ছুরিকাঘাতে হত্যা করার পর লাশ ওইস্থানে ফেলে দেয়া হয়েছে বলে পুলিশ ধারণা করেছে। বুধবার সকালে কালিয়ানি গ্রামের খড়ের মাঠ নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শুকদেব রায় জানান, তারা এলাকাবাসীর মাধ্যমে জানতে পারেন ওই গ্রামের খড়ের মাঠে একটি মরদেহ পড়ে আছে। এরই ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে এই হত্যার ঘটনা ঘটেছে এবং কারা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।