মাগুরা পুলিশ সুপারের কথা বলে চাকরি দেয়ার নামে নয় লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশের এক এএসআইসহ দু’জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ধুলজোড়া গ্রামের মন্টু সরকারের স্ত্রী রাজলক্ষী সরকার। মামলায় পুলিশের এএসআই সঞ্জয় বর্মণ (সাবেক বাগআঁচড়া ফাঁড়ি) ও যশোর সদর উপজেলার বিরামপুর এলাকার মৃত ভোলা বিশ্বাসের ছেলে বিশ্বজিত বিশ্বাসকে আসামি করা হয়েছে।
এরআগেও একই অভিযোগ এনে বাদী কোতোয়ালী থানায় আরো একটি মামলা করেন। কিন্তু সে মামলায় পুলিশ কর্মকর্তা এএসআই সঞ্জয় বর্মনের নাম বাদ দেয়ার অভিযোগ করেন বাদী। বিষয়টি আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক থানায় দায়ের করা বাদীর মামলায় পুলিশের তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত আদালতে দায়ের করা মামলাটি স্থগিতের আদেশ দেন।
মামলায় বাদী উল্লেখ করেন, তার ছেলে সজিব সরকার ২০১৮ সালে পুলিশ কনস্টেবল পদে আবেদন করে ব্যর্থ হয়। পরে বিশ্বজিৎ তাকে বলে চাকরি পেতে হলে যোগাযোগ ও টাকা লাগে। বিশ্বজিতের পরিচিত এএসআই সঞ্জয় বর্মণ বহু লোককে পুলিশে চাকরি দিয়েছেন। এরপর বাদীর পরিবারকে নিয়ে বিশ্বজিৎ, এএসআই সঞ্জয় বর্মণের কাছে নিয়ে যান। এ সময় সঞ্জয় তাদেরকে জানান, এসপি সাহেবের সাথে তার যোগাযোগ রয়েছে। যদি সাড়ে আট লাখ টাকা দেয়া হয় তাহলে তার ছেলেকে চাকরি দেয়া হবে বলে জানান এবং এ বিষয়ে বিশ্বজিতের কাছে টাকা দিতে বলেন এএসআই সঞ্জয় বর্মণ। এর বাইরে খরচ বাবদ বিশ্বজিৎ আরো ৫০ হাজার টাকা দাবি করেন। সঞ্জয়ের কথা অনুযায়ী বাদী পর্যায়ক্রমে বিশ্বজিতকে নয় লাখ টাকা দেন। এরপর গত ২৪ জুন মাগুরা পুলিশ লাইনে বাদীর ছেলেকে দাড়াতে হবে, আর দাড়ালেই চাকরি হয়ে যাবে। সে অনুযায়ী বাদীর ছেলে পুলিশ নিয়োগের মাঠে যায়। কিন্তু নিয়োগ বোর্ড তাকে মাপে ছোট দেখিয়ে পরীক্ষা থেকে বাদ দিয়ে দেন। এরপর বিশ্বজিতের কাছে বাদীসহ তার পরিবার ৯ লাখ টাকা ফেরত চাইলে ওই টাকা সঞ্জয় বর্মেণের কাছ থেকে ফেরত নিয়ে সে দিয়ে দেবে বলে জানান। কিন্তু পরে ওই টাকা ফেরত না দিয়ে আসামিরা তালবাহানা করতে থাকে। এরপর বাদী এ বিষয়ে যশোর কোতোয়ালী থানায় দু’জনের নামে মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ বিশ্বজিতকে আসামি করে, কিন্তু অপর আসামি এএসআই সঞ্জয় বর্মনের নাম মামলা থেকে বাদ দেয়া হয় বলে বাদী আদালতে অভিযোগ করেন।
এছাড়া বাদী রাজলক্ষী বলেন, জমি বিক্রি করে ছেলের সুখের কথা চিন্তা করে তাদের কাছে টাকা দিয়েছিলাম। কিন্তু সবই হারালাম। তিনি আরো জানান, থানায় দায়ের করা মামলায় বিশ্বজিকে আটক করেছে পুলিশ কিন্তু অপর আসামি পুলিশের এএসআই সঞ্জয় তাদের নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছেন। এখন তারা নিরাপক্তাহীনতায় ভুগছেন।