বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দলের ত্রান কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি সবসময় জনগনের পাশে দাঁড়ায়। কারণ জনগনই আমাদের শক্তি, কোন কোর্ট কাছারি নয়। কিন্তু আ.লীগ তা করে না। কারণ তাদের জনগনের প্রয়োজন নেই। জনগনের ভোট নয়, রাতের ভোট নিয়ে আজ তারা ক্ষমতা দখল করে আছে। মানুষ বন্যায় কষ্ট পেলেও সরকারের খবর নেই। তিনি বলেন, বেগম খালেদা জিয়া জেলে ও তারেক রহমান দেশের বাইরে তাই আপনাদের পাশে দাঁড়াতে পারছেন না। তাদের নির্দেশেই আমরা ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি। তিনি আরো বলেন, দেশে আজ বিচার নেই, বিচার থাকলে খালেদা জিয়া আজ জেলে থাকতে পারে না। বন্যা ও ডেঙ্গু মোকাবেলায় সরকার ব্যর্থ হয়েছে। তিনি বুধবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দির মথুরাপাড়ায় বন্যা দূর্গত এলাকায় জেলা বিএনপির ত্রাণ কমিটির উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া সদরের সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে মানষের পাশে দাড়ান। কেউ ঐক্য ফাটল ধরালে দল বহিস্কার করবে। ত্রান বিতরনকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, কাহালু নন্দিগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ¦ মোশারফ হোসেন, বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, এমআর ইসলাম স্বাধীন, কেএম ,খায়রুল বাশার, সহিদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাহিন, মোশারফ হোসেন চৌধুরী, মাজেদুর রহমান জুয়েল, খাদেমুল ইসলাম, কাজী এরফানুর রহমান রেন্টু, আলী হায়দার তোতা, জাহাঙ্গীর আলম, আবু হাসান, নূরে আলম সিদ্দিকী রিগ্যান, আলী হাসান নারুন প্রমুখ। এরপর বিএনপি নেতা টুকু সোনাতলা উপজেলার পাকুল্যা ইউনিয়নের চাড়ালকান্দি এলাকায় বিএনপি নেতা মোশারফ হোসেন চৌধুরীর সৌজন্যে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিকেলে শহরের মালতিনগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মাদ সিরাজ ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। বৃহস্পতিবার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নে ত্রান বিতরন কর্মসূচি রয়েছে জেলা বিএনপির।