আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচির কাজের শ্রমিকদের যারা কাজে অনুপস্থিত ছিলো তাদের টাকা ফেরৎ দেওয়া হয়েছে। ফলে কাজ না করে টাকা উঠানোর প্রচেষ্টা রুদ্ধ হয়েগেছে।
উপজেলার সকল ইউনিয়নের ন্যায় বুধহাটা ইউনিয়নে এবছরও যথারীতি কর্মসৃজন কর্মসূচির কাজ শুরুর পর প্রত্যেক ওয়ার্ডে সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ কাজ পরিচালনা করেন। বুধহাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ৫০ জন শ্রমিক ৩৯ দিন কাজ করলে ১৯৫০ হাজিরা কাজ হওয়ার কথা। কিন্তু ১৫০০ হাজিরা কাজ করায় অনুপস্থিত হাজিরা ছিল ৪৫০টি। কর্তৃপক্ষ তদারকি করে ৪৫০ হাজিরা অনুপস্থিত পাওয়ায় অনুপস্থিত শ্রমিকদের জন্য ৯০ হাজার টাকা ফেরৎ প্রদান করেছেন। একই ভাবে ৩ নং ওয়ার্ডের মেম্বার হাফেজ রবিউল ইসলামের তত্ত্বাবধানে ৩৫ জন শ্রমিকের ১৩৬৫ হাজিরা কাজ হওয়ার কথা। কিন্তু এখানে ৭৫২ হাজিরা কাজ হওয়ায় অনুপস্থিত ছিল ৬১৩ হাজিরা। ফলে এখানে ১ লক্ষ ২২ হাজার ৬০০ টাকা ফেরৎ দেওয়া হয়েছে। শ্রমিকরা টাকা না পেয়ে মেম্বারদের কাছে কৈফিয়ত চাইছেন। তাদের কেউ কেউ বলেন, তারা কাজ করেছেন, কোথায় কাজ করান হয়েছে সেটি মেম্বার সাহেবরা জানেন। এব্যাপরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ জানান, অনুপস্থিত থাকা শ্রমিকদের মজুরির টাকা ফেরৎ দেওয়া হয়েছে। অপরদিকে শ্রমিকদের সবাইকে ব্যাংকে উপস্থিত হয়ে চেকে স্বাক্ষর করে স্ব-স্ব টাকা উত্তোলনের ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ কড়াকাড়ি আলোপ করায় এনিয়ে ওই শ্রমিক ও মেম্বররা অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
কাদাকাটি দু’টি দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল চুরি
আশাশুনি উপজেলার কাদাাকাটিতে একই রাতে দু’দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
কাদাকাটি পুরনো বাজারের ব্যবসায়ী আঃ কুদ্দুছের পুত্র কোহিনুর ও আফসার সরদারের পুত্র ইয়াছিন মুদিখানা ব্যবসা করে আসছেন। মঙ্গলবার রাতে তারা যথারীতি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। এদিন গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা দোকান দুটির ছাউনির টিন কেটে/ভেঙ্গে দোকানের ভিতরে ঢোকে এবং কোহিনুর দোকান থেকে নগদ ৩ হাজার টাকা, ৮টি পেট্রোলের ড্রামসহ অনুমান ৬০ হাজার টাকার মালামাল এবং ইয়াছিনের দোকান থেকে নগদ ২৫ হাজার টাকা ও ৩০ হাজার টাকা মালামাল নিয়ে আবারও চালের উপর দিয়ে বেরিয়ে যায়। বুধবার সকালে দোকান মালিকরা দোকান খুলে ভিতরে ঢুকে চুরির বিষয়টি জানতে পারেন।