বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার গণমানুষের সরকার। মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের মূল কাজ। সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। ডেঙ্গু রোগে সবাইকে সচেতন হতে হবে। সরকারের একার পক্ষে বাড়ি বাড়ি মশা নিধন করা সম্ভব নয়। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। তাহলেই ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে যাবে। সরকার বিরোধী ষড়যন্ত্রকারীরা গুজব সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। তারা নানা ধরনের অপপ্রচারে লিপ্ত। তারা চায় সাধারণ মানুষকে বেকায়দায় ফেলে রাজনৈতিক ফায়দা হাসিল করতে। বর্তমান সরকার ও আওয়ামী লীগ তা হতে দেবে না। এ ব্যাপারে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পাড়া-মহল্লায় জনগণকে সাথে নিয়ে কাজ করার আহ্বান জানান। গতকাল বুধবার বেলা ১১টায় সাতমাথায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে ডেঙ্গু রোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এডিস মশা নিধনে ৩ দিনের কর্মসূচি ঘোষণার প্রাক্কালে তিনি উপর্যুক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মতিউল ইসলাম মিন্টু, রাগেবুল আহসান রিপু, এড. জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, এস এম রুহুল মোমিন তারিক, মাশরাফী হিরো, আলরাজী জুয়েল, আবু সুফিয়ান সফিক, ওবায়দুল হাসান ববি, আবদুস সালাম, শুভাশীষ পোদ্দার লিটন, সাজেদুর রহমান সাহীন, এড. লাইজিন আরা লিনা, ডালিয়া নাসরিন রিক্তা, মঞ্জুরুল হক মঞ্জু, নাইমুর রাজ্জাক তিতাস, রাশেদুজ্জামান রাজন প্রমুখ। এর পরে এডিস মশা নিধনে সাতমাথা এলাকায় ওষুধ স্প্রে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার পত্র বিতরণ করা হয়।