খোদ বনবিভাগের ষ্টেশন কর্মকর্তা নেপথ্যে থেকে বনজীবিদের দিয়ে সুন্দরবনে মৎস্য শিকারের অনুমতি দেয়ার দাবিতে মানবন বন্ধন করিয়েছে বলে অভিযোগ উঠেছে। বনজীবিরা বনে প্রবেশ করতে না পারলে উৎকোচের সুযোগ থেকে বঞ্চিত থাকার কারণে সদ্য বুড়িগোয়ালীনি ষ্টেশনে যোগদানকারী ষ্টেশন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান এমন কান্ডের জম্ম দিয়ে আলোচনার খোরাক হয়েছেন।
এদিকে দুর্নীতিবাজ এই বনকর্মকর্তা গত বুধবার বেলা বারটার দিকে পশ্চিম সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় জনৈক ইস্রাফিল হোসেন নামের এক ব্যক্তিকে অনুমতি ছাড়াই মাছ শিকারের সময় হাতে নাতে আটক করে। এ সময় ষ্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান নগদ পাঁচ হাজার টাকা হাতিয়ে নিয়ে নৌকাসহ ঐ ব্যক্তিকে ছেড়ে দেয়।
স্থানীয় একাধিক সুত্র জানিয়েছে সম্প্রতি সুন্দরবন সংলগ্ন এলাকার অসংখ্যা জেলে সুন্দরবনে যেয়ে মাছ ও কাঁকড়া শিকারের জন্য বিষ টোপ ব্যবহার করে।
এধরনের ঘটনায় ইতোমধ্যে অসংখ্যা জেলেকে
বনবিভাগ এর কিছু কর্মঠ এবং দুর্নীতিমুক্ত ব্যক্তি আটক করে ইতোমধ্যে বনআইনে মামলা দিয়ে কারাগারেও পাঠিয়েছে। কিন্তু অভিযোগ মোঃ আক্তারুজ্জামান বুড়িগোয়ালীনি ষ্টেশনে যোগদানের পর থেকে তিনি আবারও এক শ্রেনীর অসাধু জেলেকে নগদ নারায়নের বিনময়ে সুন্দরবনে পাঠাচ্ছে। এসব জেলে সুন্দরবনে যেয়ে বিষ টোপ ব্যবহার করে নানান প্রজাতির হাজার হাজার মাছ নিধন করছে। বিনিময়ে তারা আক্তারুজ্জামানকে জনপ্রতি পাঁচ থেকে ছয় হাজার পর্যন্ত টাকা (কলাগাছিয়া, বুড়িগোয়ালীনিসহ অন্যান্য জায়গার জন্য) দিয়ে থাকে।
অভিযোগ উঠেছে সম্প্রতি ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে সুন্দরবনে বিষ টোপ ব্যবহারের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ হওয়া ছাড়াও যারা বিষ টোপ ব্যবহার করে তাদেরকে কোনক্রমেই সুন্দরবনে যেতে দেয়া যাবে না।
আর এ ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়ায় আক্তারুজ্জামান বিপদগামী ঐসব জেলেদের দিয়ে পুনরায় বনে প্রবেশের অনুমতি দেয়ার দাবি জানিয়ে গত সোমবার বেলা বারটার দিকে বুড়িগোয়াীলীনি বাজারে ৬০/৭০ জনের দিয়ে নেপথ্যে থেকে ঐ মানব বন্ধন করায়।
স্থানীয় সুধী মহল অবিলম্বে এমন দুর্নীতিবাজ ষ্টেশন অফিসারের অপসারন দাবি করে তদন্তপুর্বক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে।