" তথ্য চাওয়া নাগরিকের অধিকার এই আইন বাস্তবায়নে সহযোগীতা করছে জাগ্রত নাগরিক কমিটি জানাক। বুধবার জানাক, কেশবপুর শাখার সদস্যরা কেশবপুর উপজেলা নির্বাহী অফিস মো: মিজানূর রহমান এর সাথে তার দপ্তরে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত এমআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন, কেশবপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, যশোরের সমন্বয়কারী এস এম আরিফ, জানাক কেশবপুরে আহ্বায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক কনক দে, সদস্য সচিব সাংস্কৃতিক সংগঠক উৎপল দে, সদস্য প্রদীপ বসু পল্টু, সিরাজুল ইসলাম, সুমনা ধর, পপি গাইন, ইস্পিতা দে, আবু কালাম, ফারজানা প্রমূখ।