বুধবার সকালে কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন বিএনপির খাদ্য কৃষি ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক আবদুল বারিক মোড়ল(৫৫) হৃদরোগাক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন। (ইন্না ----রাজেউন)॥ মরহুমের নামাজে জানাজা শেষে নেপাকাঠি গ্রামন্থ পারিবারীক কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বির্বৃতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য থানা শাখার সভাপতি আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আবদুস সামাদ বিশ্বাস,থানা বিএনপির সাংগঠণিক সম্পাদক কাউন্সিলর মশিয়ার রহমান,পাঁজিয়া ইউনিয়ন শাখার সভাপতি সাবেক চেয়ারম্যান এন্তাজ আলী গাজী,পৌর শাখার সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, ইউপি চেয়ারম্যান প্রভাষক জুলমত আলী, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ্বাস, নুরুজ্জামান চৌধূরী,পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, মোকারম হোসেন,আব্দুল বাসেত মুকুল প্রমুৃখ।