খুলনার পাইকগাছায় অন্তঃসত্ত্বা গৃহবধূ পূর্ণিমাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনেছে মৃতের পিতা। মেয়েকে হত্যার অভিযোগ এনে বুধবার দুপুরে পিতা পংকজ কুমার সরদার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। পংকজ কুমার লিখিত বক্তব্যে বলেন, আমার মেয়ে পূর্ণিমার সাথে উপজেলার মুনকিয়া গ্রামের প্রিন্স মল্লিকের এক বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক সহ বিভিন্ন দাবীতে তার উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। একপর্যায়ে গত ২৭ জুলাই সকালে তাকে নির্মমভাবে দরজার হাঁক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে গলায় রশি দিয়ে হত্যা করে। প্রিন্স ও তার পরিবারের লোক পূর্ণিমার হত্যাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। পুলিশ সুরত হাল রিপোর্ট শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করে। লাশটি তড়িঘড়ি করে অর্ধশবদাহ করে নদীতে ভাসিয়ে দেয়। অর্ধপোড়া লাশটি নদীর কূলে ভেসে উঠলে শিয়াল-কুকুরে খাচ্ছে বলে পংকজ সরদার সংবাদ সম্মেলনে উল্লেখ করে।