কাহারোলে ইউপি সদস্যের বাড়ি হতে ভিজিএফ-এর ৯ বস্তা চাল উদ্ধার এবং এক মহিলা ইউপি সদস্যকে আটক করেছেন ইউ,এন,ও। ৩১ জুলাই’১৯ বেলা আড়াই টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাসিম আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুলপুর ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোছাঃ রিনা বেগমের মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে দুঃস্থদের নামে বরাদ্দকৃত বিশেষ ভিজিএফ-এর ৯ বস্তা চাল উদ্ধার সহ তাকে আটক করে কাহারোল থানায় নিয়ে আসা হয়। চাল আটকের বিষয়ে কোন মামলা দায়ের হয়েছে কি না এ বিষয়ে কাহারোল থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ আইয়ুব আলী’র সঙ্গে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ইউ,এন,ও স্যারের পক্ষ হতে এখনও কিছু জানানো হয়নি।