গাজীপুরের কাপাসিয়ায় শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে এক’শ পিস ইয়াবাবড়িসহ ৩০ জুলাই মঙ্গলবার রাতে কাপাসিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে। এ ছাড়া বিভিন্ন মামলায় আরো চারজনকে গ্রেফতার করেছে। বুধবার সকালে তাদের গাজীপুর আদালতে প্রেরন করেছে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার উত্তর খামের গ্রামের কবির খানের পুত্র মাদক ব্যবসায়ী বেলায়েত হোসেন খান এবং একই গ্রামের মিজান খানের পুত্র পাভেল খানকে এক’শ পিস ইয়াবাবড়িসহ পুরান বাড়ির টেক থেকে গ্রেফতার করা হয়েছে। থানার এএসআই শিশির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা র্দীঘদিন যাবত এলাকার উঠতি বয়সী যুবকদের মাঝে ইয়াবাবড়ি ও বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে মুনাফা হাতিয়ে নিচ্ছে। এতে যুব সমাজ ধ্বংশের সম্মূখিন হচ্ছে। অথচ স্থানীয় ইউপি চেয়ারম্যান আইয়ূবুর রহমান সিকদার ও সদস্য ইলিয়াসকে সকাল থেকেই থানায় ঘুর ঘুর করতে দেখা গেছে। এ ব্যাপারে তাদের জিজ্ঞেস করলে বলেন, এলাকার ছেলেপুলে না এসে আর পারলাম না।
এছাড়া সাজাপ্রাপ্ত আসামি সুলতানপুর গ্রামের মোঃ মমতাজ মিয়ার পুত্র মোঃ সিদ্দিক মিয়া, পরোয়ানাভূক্ত আসামি রায়েদ গ্রামের আবদুস সামাদের পুত্র ওসমান, কামারগাঁও গ্রামের মৃত আবদুল হানিফ মিয়ার পুত্র রমোঃ সুরুজ মিয়া, নাজাই গ্রামের আলাউদ্দিন আকন্দের পুত্র হুমায়ূন কবির আকন্দকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।