নাম এএইচএম কামরুজ্জামান মুকুল। তিনি একাধারে সহকারী শিক্ষক, অধ্যক্ষ আবার ব্যবস্থাপনা পরিচালকও বটে। কিন্তু এই ব্যক্তি এমপিওভুক্ত একটি স্কুলে সহকারী শিক্ষ হিসাবে বেতনও পান। তিনি অবৈধভাবে অর্থ উপার্জনের লক্ষ্যে কৌশলে রাজশাহী শহর ছাড়াও এর আশেপাশের এলাকায় খুলে বসেছেন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। যেসব প্রতিষ্ঠান পরিচালনার জন্য একটিতে তিনি অধ্যক্ষ থেকে অন্যগুলোতে ব্যবস্থাপনা পরিচালকসহ কৌশলে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার কিছুই তোয়াক্কা করেন না তিনি। যে কারণেই বহুরুপি এই শিক্ষক মুকুলের বিরুদ্ধে আটটি ইস্যু উল্লেখ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ হয়েছে। অভিযোগ গেছে দুর্নীতি দমন কমিশনেও (দুদক)। অভিযোগের অনুলিপিতে তাকে একজন ‘শিক্ষা ব্যবসায়ী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। যেগুলোর তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন।
কামারুজ্জামানের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের সত্যতা খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে তার ভয়ানক অপকৌশলী চিত্র। তিনি প্রথমত রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকার জোতকার্তি বিএন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। তবে রাজশাহী মহানগরীর সিটি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজের অধ্যক্ষ তিনি। এ ছাড়া তিনি সিটি পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক। এমন অপকৌশল অবলম্বনের মাধ্যমে শিক্ষানগরী খ্যাত রাজশাহীতে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি শিক্ষা ব্যবসা পরিচালনা করছেন।
অথচ শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এমপিও নীতিমালার ১৩ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বেতন ভাতাদির সরকারি অংশ প্রাপ্তির জন্য শিক্ষক/কর্মচারিগণ একই সাথে একাধিক স্থানে চাকরিতে বা আর্থিক লাভজনক কোন পদে নিয়োজিত থাকতে পারেন না। কিন্তু সরকারি নীতিমালার তোয়াক্কা না করে সহকারী শিক্ষক পদে কর্মরত থাকা অবস্থায় কামরুজ্জামান নিজেই দুটি শিক্ষা প্রতিষ্ঠান খুলেছেন। তার এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসই রয়েছে রাজশাহী মহানগরীর নিউমার্কেট সংলগ্ন এলাকায় চাঁন অ্যান্ড সন্স শপিং কমপ্লেক্সে।
গত কয়েকদিন সরেজমিন ঘুরে তথ্য সংগ্রহকালে দেখা গেছে, রাজশাহী নগরীর নিউমার্কেট সংলগ্ন চাঁন অ্যান্ড সন্স শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় কামরুজ্জামানের পলিটেকনিক ও টেক্সটাইল এবং ষষ্ঠ তলায় স্কুল অ্যান্ড কলেজ। দুটি প্রতিষ্ঠানেরই আলাদা আলাদা সাইনবোর্ড রয়েছে। তাতে দেখা যাচ্ছে, একই ভবনে থাকলেও দুটি প্রতিষ্ঠানের ঠিকানা আলাদা। স্কুল অ্যান্ড কলেজের জন্য রাজপাড়া থানার সিটি বাইপাস এলাকার ঠিকানা ব্যবহার করা হয়েছে। আর পলিটেকনিকের ঠিকানা বোয়ালিয়া থানার চাঁন শপিং কমপ্লেক্স। অথচ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের নীতিমালায় বলা আছে, একই ভবনে একাধিক ক্যাম্পাস থাকতে পারবে না। এছাড়াও নগরীর রাজপাড়া থানা এলাকায় রয়েছে আদর্শ মহিলা টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ নামে কামরুজ্জামানের আরেকটি প্রতিষ্ঠান।
এ বিষয়ে কথপোকথনকালে স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আবদুল হান্নান প্রতিবেদককে জানান, স্কুল অ্যান্ড কলেজ যখন প্রতিষ্ঠিত হয় তখন ক্যাম্পাসটি নগরীর রাজপাড়া থানা এলাকায় ছিল। সেখানকার ঠিকানায় প্রতিষ্ঠানের নিবন্ধন করা হয়েছে। পরে তাদের সুবিধার জন্য ক্যাম্পাসটি নিউমার্কেট এলাকায় আনা হয়। কিন্তু বোর্ডের অনুমোদন না পাওয়া পর্যন্ত সাইনবোর্ড থেকে ঠিকানা পরিবর্তন করা যায়নি।
এদিকে নগরীর রাজপাড়া থানা এলাকায় আদর্শ মহিলা টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ নামের এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ বানিয়েছেন কামরুজ্জামানেরই স্ত্রী মারুফা খানমকে। গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন কামরুজ্জামানের শ্যালক ফারহান শাহরিয়ার খান হেলাল ও শ্যালিকা শরিফা খানমকেও। এক কথায়, সকল প্রতিষ্ঠান পরিচালনার জন্য কামরুজ্জামান বসিয়েছেন তার নিকটাত্বীয়দের। তবে ওইসব প্রতিষ্ঠানে গিয়ে তাদের না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কামরুজ্জামানের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগে বলা হয়েছে, তার শ্যালিকা শরিফা খানম শুধুমাত্র উচ্চমাধ্যমিকউত্তীর্ণ। তবে দারুল ইহসান ইউনিভার্সিটি থেকে সনদ কিনে তিনি দাখিল করেছেন। আর এমনভাবে সনদ বাণিজ্যের কারণেই গত ২০১৬ সালে হাইকোর্টের এক আদেশে দারুল ইহসান ইউনিভার্সিটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
অনুসন্ধানে জানা গেছে, নিজের প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় কামরুজ্জামান চারঘাটের স্কুলে ঠিকমতো যান না। তবে হাজিরা খাতায় স্বাক্ষর করেন নিয়মিত। বেতনও তোলেন প্রতিমাসে। আর কামরুজ্জামানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সনদ বাণিজ্যেরও অভিযোগ রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তেমন একটা আসে না। তাই ঠিকমতো ক্লাশও হয় না। নেই প্রয়োজনীয় শিক্ষক। আর যারা রয়েছেন তাদের যোগ্যতা নিয়েও রয়েছে প্রশ্ন। এসব প্রতিষ্ঠান খুলে কামরুজ্জামান শিক্ষা নিয়ে রীতিমতো ‘বাণিজ্য’ করছেন। শুধু তাই নয়, মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার অভিযোগে কামরুজ্জামানের শাস্তি না হলেও তার প্রতিষ্ঠান সিটি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজের পরীক্ষা কেন্দ্র বাতিল করে সংশ্লিষ্ট প্রশাসন।
সার্বিক বিষয়ে জানতে চাইলে এএইচএম কামরুজ্জামান মুকুল বলেন, ‘আমি একাধিক প্রতিষ্ঠানের পদে থাকলেও সরকারি বেতন তুলি এক জায়গা থেকে। আমার প্রতিষ্ঠানগুলো শিক্ষার বিস্তারের জন্যই খুলেছি। সনদ বাণিজ্যের অভিযোগ সত্য নয়।’
একই ভবনে একাধিক প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে তিনি এই প্রতিবেদককে বলেন, ‘আমরা নতুন জায়গা খুজছি। পেলে একটি প্রতিষ্ঠানকে এখান থেকে সরিয়ে নেব।’
এ বিষয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সহকারী সচিব (প্রশাসন) কেএম ওয়াইদুর রহমান বলেন, ‘একই ভবনে একাধিক প্রতিষ্ঠান থাকার কোনো সুযোগ নেই। আর এমপিওভুক্ত কোনো শিক্ষকও নিজে প্রতিষ্ঠান খুলে কোনো পদে থাকতে পারবেন না। এটা নীতিমালার পরিপন্থি।’ কামরুজ্জামানের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়ে এই সহকারী সচিব বলেন, ‘এটা আমার জানা নাই। এটা মহাপরিচালকই বলতে পারবেন। তবে অভিযোগ হলে নিশ্চয় তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।