জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সিংড়া দমদমা পাইলট স্কুল এ- কলেজ ও কতুয়াবাড়ি উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে সততা স্টোর নামে দুটি ব্যতিক্রম দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে এই পৃথক দুটি সততা স্টোর এর শুভ উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী পরিচালক কানিয়াব নবী, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, সিংড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ, উপজেলাস মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, দমদমা পাইলট স্কুল এ- কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, প্রধান শিক্ষক সাদরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম প্রমূখ। এর আগে জোড়মল্লিকা নিংগইন উচ্চবিদ্যালয় ও সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আরো দুটি সততা স্টোর পরিদর্শন করেন অতিথিরা।
এসময় বক্তারা বলেন, সততা স্টোর এর দোকানে কোন দোকানী থাকবে না। নজরদারির জন্য কোন সিসি ক্যামেরাও বসানো নেই। শুধু পণ্যের গায়ে দাম লেখা রয়েছে। সেই দাম অনুযায়ী খাতা-কলম বা অন্য কোন শিক্ষা সামগ্রী নিয়ে নির্ধারিত বাক্সে রাখতে হবে টাকা। আর এই দোকান থেকে শিক্ষার্থীরা যেমন সহজে নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে, তেমনি রাখতে পারবে সততার স্বাক্ষর।