অজ্ঞানপার্টির খপ্পরে পরে অচেতন অবস্থায় জেলার গৌরনদী উপজেলা হাসপাতালে একই পরিবারের পাঁচজন ভর্তি হয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী কালকিনি উপজেলার ডাসার থানার নবগ্রাম এলাকার হরিচাঁদ বৈদ্যর বসত ঘরের খাবারের সাথে অজ্ঞানপার্টির সদস্যরা চেতনানাশক দ্রব্য মিশিয়ে রাখে। মঙ্গলবার রাতে খাবার খেয়ে গৃহকর্তা হরিচাঁদ বৈদ্য, তার স্ত্রী মমতা বৈদ্য, পুত্র শিপন বৈদ্য, শান্ত বৈদ্য ও কন্যা সিথী বৈদ্য অচেতন হয়ে পরে। ওইদিন রাতে এক প্রতিবেশী হরিচাঁদের সাথে কথাবলার জন্য গিয়ে দেখেন পরিবারের সবাই অচেতন হয়ে পরে রয়েছে। পরবর্তীতে প্রতিবেশীরা অজ্ঞান অবস্থায় ওইদিন রাতেই পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।