ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে এক রোগীর স্বজনের স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার সকালে সাড়ে ৯ টার দিকে হাসপাতালের ২য় তলার মহিলা মেডিসিন ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবারে জানান, গত রোববার ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতলে ভর্তি হয় শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের পলান বিশ্বাসের মেয়ে শিমু খাতুন। বুধবার সকালে তার শ্বাশুড়ী ডালিম বেগম তাকে দেখতে আসেন। সকাল সাড়ে ৯ টার দিকে ওয়ার্ডে চিকিৎসক রাউন্ড দিতে গেলে রোগীর স্বজনদের বাইরে অপেক্ষা করতে হয়। এ সময় ছিনতাইকারীরা ডালিম বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, চেইন ছিনতাইয়ের ঘটনায় কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।