১৯ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামোর ক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচীর সাধারন নির্বাচনী এলাকা নীলফামারী সৈয়দপুর মহিলা আসন-২৩ খাতে ২য় পর্যায়ের (সোলারপ্যানেল স্থাপন) প্রকল্প কাগজে কলমে থাকলেও বাস্তবে নেই উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সোলার প্যানেল ষ্ট্রীট লাইট স্থাপন বাবদ বরাদ্দ দুই লক্ষ বিরাশি হাজার চারশত পঞ্চাশ টাকা। পৌরসভার জন্য এক লক্ষ একাত্তর হাজার নয়শত পাঁচ টাকা। বাঙ্গালীপুর ইউনিয়নে দুই লক্ষ বিরাশি হাজার চারশত পঞ্চাশ টাকা বরাদ্দ থাকলেও অদ্যবদি কোথাও বাস্তবে সোলার প্যানেল স্থাপন নেই। জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও কাজের কোন দৃশ্যমান পাওয়া যায়নি। কাগজে কলমে বোতলাগাড়ী ইউনিয়নের হাজীপাড়া তৈয়ব ফকিরের বাড়ীর সামনে সোলার ষ্টীট লাইট স্থাপন করার কথা থাকলেও গতকাল সরেজমিনে গিয়ে সেখানে পাওয়া যায়নি। এ বিষয়ে তৈয়ব ফকিরের সাথে কথা হলে তিনি বলেন, ষ্টীট লাইট লাগানোর কথা ছিল কিন্তু এখনো লাগায়নি, জানিনা বাস্তবে লাগাবে কিনা। এ বিষয়ে সৈয়দপুর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন, সোলার ষ্টীট লাইট ৩০ জুনের মধ্যে লাগানোর কথা থাকলেও তা কি কারণে লাগানো হয়নি এ বিষয়টি সাংবাদিকদের কাছে কৌশলে এরিয়ে যান। ওই বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়ার সাথে কথা হলে তিনি বলেন, অল্প সময়ের মধ্যে কাজ সমাপ্ত করা হবে।