নওগাঁর মান্দায় মাদক ও ইভটিজিং বিষয়ক সচেতনতামুলক সভা বুধবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশ মাদক ও ইভটিজিং সচেতনতা কার্যক্রম’ নামের একটি সংগঠন কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয়ের হলরুমে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ সভার আয়োজন করে।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাংবাদিক জিল্লুর রহমান, সহকারী শিক্ষক ইমরান হোসাইন, বকুল হোসেন, আবদুল মান্নান ও জীবন কুমার সংগঠনের আহ্বায়ক আবদুস সাত্তার মিঞা, যুগ্ম আহ্বায়ক রাজেন্দ্রনাথ দাস প্রমুখ।
সংগঠনের আহ্বায়ক আবদুস সাত্তার মিঞা জানান, শিক্ষার্থীদের সচেতন করতে মাদক ও ইভটিজিং এর কুফলসহ ছেলেধরা গুজব ও ডেঙ্গু রোগ নিয়ে আলোচনা করা হয়েছে। আগামিতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে এসব বিষয় নিয়ে সচেতনতামুলক সভা করা হবে বলে জানান তিনি।