নওগাঁর মান্দায় তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টার দিকে পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ মিলনায়তনে ইউএনও খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় টেলিকনফারেন্সে বক্তব্য দেন মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমুন্য চন্দ্র সরকার, মুক্তিযোদ্ধা ইব্রাহীম হোসেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবদুল হান্নান, উপসহকারি কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ। উপজেলা কৃষি অধিদপ্তর ও বন বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক হোসেন জানান, পরিষদ চত্বরে আয়োজিত তিনদিন ব্যাপি এ মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ফুলের চারা নিয়ে ১৬টি স্টল অংশ নিয়েছে।