নিয়ামতপুরে ফেন্সিডিল সহ একটি সিভিজেড হিরোহোন্ডা মটরবাইক জব্দ (রাজ মেট্রো ল ১১-০৪৯৫) করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হাজিনগর ইউনিয়নের শিবপুর বাজার থেকে বাইকটি জব্দ করা হয় এবং বাইকে থাকা ১৫ বোতল ফেন্সিডিলও উদ্ধার করে পুলিশ।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) নাজমুল জানতে পারেন যে, মটর বাইকে করে এক মাদক ব্যবসায়ী ফেন্সিডিল পরিবহন করে অন্যত্র পাচার করছে। এমন সংবাদে তিনি সংগীয় ফোর্স নিয়ে উপজেলার হাজিনগর ইউনিয়নের শিবপুর বাজারের তিনমাথার মোড়ে অবস্থান নেন।
কিছুপর সন্দেহভাজন ব্যক্তিটি বাইক নিয়ে বাজারে ঢুকার পূর্বমুহুর্তে পুলিশের উপস্থিতি টের পায় এবং বাইকটি রাস্তায় ফেলেই দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ পিছু পিছু ধাওয়া করেও শেষ পর্যন্ত তাকে আটক করতে পারিনি। পরে রাস্তায় পড়ে থাকা ওই বাইকটি তল্লাশী করে ১৫ বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ ও বাইকটি জব্দ করে থানায় আনে।
জানতে চাইলে ওসি শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অজ্ঞাত নামে একটি মামলা দায়ের করা হয়েছে।