দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে জেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালুর জন্য বুধবার দুদকের পক্ষ থেকে ত্রিশ হাজার টাকা করে আর্থিক অনুদান বিতরণ করা হয়।
দুদক উপ-পরিচালক শেখ মেজবাউদ্দিন বদরগঞ্জের চেংমারী উচ্চ বিদ্যালয়, মিঠাপুকুরের ফরিহাট পাবলিক উচ্চ বিদ্যালয়, গঙ্গাচড়ার আদর্শ উচ্চ বিদ্যালয়, তারাগঞ্জের বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, রংপুরের লালকুঠি বালিকা স্কুল এ- কলেজ এবং খারুয়াবাধা উচ্চবিদ্যালয়ের শিক্ষদের হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বনমালী পাল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, দুদক সহকারী পরিচালক মো: জাহাঙ্গীর হোসেন ও উপ-সহকারী পরিচালক অমলেন্দু ঘোষ উপস্থিত ছিলেন।
উপ-পরিচালক বলেন যে, কমিশন মনে করে সততা ভবিষ্যত প্রজন্মকে দুনীতিমুক্ত বাংলাদেশ গঠনে সততার পথ দেখাবে।