রংপুরসহ প্রতি বিভাগে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য পাবলিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় স্থাপন, নগরে গ্যাস সরবরাহ করে কৃষিভিত্তিক কলকারখানা নির্মাণ এবং শিক্ষার বাণিজ্যিকীকরণ-সাম্প্রদায়িকীকরণ বন্ধের দাবিতে ৩১ জুলাই সকাল ১১টায় নগরের শাপলা চত্বরে ছাত্রনেতা যুগেশ ত্রিপুরার সভাপতিত্বে প্রথম নগর কমিটির ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক কমরেড আবদুল কুদ্দুস, ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য রাধা রাণী বর্মণ, সমন্বিত পলিটেকনিক শাখার সভাপতি প্রহলাদ রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক রিনা মুরমু প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন ছাত্রনেতা মৌসুমী আক্তার মৌ।
কমরেড আবদুল কুদ্দুস বলেন, শাসক গোষ্ঠী শিক্ষাকে ব্যবসায়িক পণ্যে পরিণত করেছে। শিক্ষার বাণিজ্যিকীকরণ-সাম্প্রদায়িকীকরণ করছে। সারাদেশে গুম, খুন, ধর্ষণ, দুর্নীতি-লুটপাট চলছে।
তিনি এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। এ ছাড়া সারাদেশে ডেঙ্গু মোকাবেলায় সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণ, শতভাগ বিনামূল্যে চিকিৎসা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানান তিনি।
ছাত্রনেতা রাধা রাণী বর্মণ বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষার সংকোচন নীতির বিরুদ্ধে লড়ছে।
তিনি ছাত্র ফ্রন্টের শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষার আদর্শবাদী ছাত্র আন্দোলনে শামিল হওয়ার জন্য ছাত্রসমাজকে উদাত্ত আহ্বান জানান।
শাপলা চত্বরে ছাত্রসমাবেশ শেষে প্রথম নগর কমিটির পরিচয় করিয়ে দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য রাধা রাণী বর্মণ। যুগেশ ত্রিপুরাকে সভাপতি ও মৌসুমী আক্তার মৌকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নগর কমিটি গঠিত হয়। কমিটির পরিচয় শেষে ব্যানার, ফেস্টুন ও লাল পতাকায় সুসজ্জিত একটি র্যালি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে শেষ হয়।