সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে নতুন ভাতা বই বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৮৯ জন নতুন ভাতাভোগীদের মাঝে বই বিতরণ করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এ সময় অন্যান্যের মধ্যে ইউপি সচিব মাহাতাব হোসেন, সমাজকর্মী মনির হোসেন, ইউপি সদস্য বিপ্লব বাবুল রায়, হাসান আল মামুন, হাবিবুর রহমান, জাফর মৃধা, মিন্টু শিকদার, শাহাদাত হাওলাদার, নুর আলম সরদার ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন। একইদিন মাতৃত্ব ভাতাভোগীদের জীবন দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।