মোল্লাহাটে নিরাপদ সবজি উৎপাদন এলাকা উদ্বোধন ও কৃষকদের মাঝে চাষাবাদে প্রয়োজনীয় আধূনিক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মোল্লাহাটের সবজি চাষে বিখ্যাত/উপযোগী এলাকা চুনখোলা ইউনিয়নের ব্রাম্মনডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শেল্টার ভবনের নিচতলায় গত সোমবার বিকালে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ওই ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, কৃষি-সম্প্রসারণ কর্মকর্তা কপিল বিশ্বাস, যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, শিক্ষা কর্মকর্তা পরিমল বালা ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান। এ সময় এলাকার কৃষক/কৃষাণি উপস্থিত ছিলেন।