কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মঙ্গলবার বেলা ১২টায় অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএস বাংলাদেশ ও ইকো কো-অপারেশন কর্তৃক বাস্তবায়িত সঙ্গো প্রকল্পের সহযোগিতায় রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজিবপুর পুষ্টি কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন,কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য ও মাধ্যমিক শিক্ষক প্রতিনিধির সদস্য আলহাজ আজিম উদ্দিন,আরডিআরএস বাংলাদেশ চর রাজিবপুর উপজেলা কো-অডিনেটর আহসানুল হক কবীর ব্লু,সঙ্গো প্রকল্পের ইকো- কোপারেশন চর রাজিবপুর উপজেলা টেকনিক্যাল কর্মকর্তা তপন কুমার সাহা,রাজিবপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা পুষ্টি কমিটির সদস্য আতাউর রহমান ও স্যেহার্দ্য-৩ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো:রবিউল ইসলাম প্রমুখ।