সারাদেশে খুন ধর্ষণসহ নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাতœকভাবে অবনতি ঘটেছে। এসবের প্রতিবাদে ও সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবীতে আজ বুধবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সদস্য ও সাবেক উপজেলা সভাপতি অধ্যাপক আতাউর রহমান, পৌর কমিটির সভাপতি হাফিজুর রহমান কাজল, সাধরাণ সম্পাদক মামনুর রশিদ, সদস্য জাহাঙ্গীর আলম বকুল, এমএ জলিল সরকার প্রমূখ। এ সময় বক্তারা দূর্নীতি, লুটপাট, দলবাজী, ক্ষমতাবাজি, ক্ষমতার অপব্যবহার, গুন্ডামি, নারী ও শিশু নির্যাতন, ধর্ষনসহ সামাজিক অনাচার ও অবিচার প্রতিরোধে সর্বস্তরের মানুষকে সোচ্চার হয়ে এগিয়ে আসার আহ্বান জানান।