দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার টেকশই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) -এর স্থানীয়করণ সম্পর্কিত শিশুর উন্নয়ন এবং সুরক্ষা বিষয়ক দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার কাজিহাল ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র যৌথ উদ্যোগে সকাল ১১টায় ইউপি সভাকক্ষে আয়োজিত দিনব্যাপী সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন।
এতে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উত্তরাঞ্চলিয় অ্যাডভোকেসি ও শিশু সুরক্ষা কো-অডিনেটর মো. জামিল উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র ব্যবস্থাপক মি. স্বপন সিং, রামেশ্বরপুর মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র রায়, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, ইউপি সদস্যা সমির উদ্দিন, সিবিও লিডার লিলুফা ইয়াসমিন, শিশু প্রতিনিধি সাগরিকা ইয়াসমিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র প্রোগ্রাম কর্মকর্তা যোশেফ মার্ডি, প্রোগ্রাম কর্মকর্তা শান্তনন সিংহ, জুনিয়র প্রোগ্রাম কর্মকর্তা রোজলিন মিতু প্রমুখ। এতে ইউপি সদস্য-সদস্যাসহ ভিডিসির সভাপতিরা উপস্থিত ছিলেন।
সংলাপ অনুষ্ঠানে মাষ্ঠার ট্রেইনার হিসেবে ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উত্তরাঞ্চলিয় অ্যাডভোকেসি ও শিশু সুরক্ষা কো-অডিনেটর মো. জামিল উদ্দিন।