নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে মিনহাজুল নামে ২০মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সে নিতপুর দুয়ারপাল গ্রামের চার্জার ভ্যান চালক আবদুর রশিদের ছেলে। জানাগেছে, রশিদ প্রতিদিনের মত চার্জার ভ্যানটি রবিবার সন্ধায় তার বাড়ির আঙ্গিনায় চার্জে দেয়। এ সময় সকলের অজান্তে তার শিশু সন্তান মিনহাজুল ওই ভ্যানে হাতদিলে সাথে সাথে সে বিদ্যুৎতায়িত হয়ে মারা যায়। মর্মান্তিক এই মৃতুতে গ্রামটিতে শোকের ছায়া নেমে আসে। পোরশা থানা কর্মকর্তা ইনচার্জ শাহিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন এবং শিশুটির মৃতুর ব্যাপারে কারো কোন আপত্তি না থাকায় থানায় কোন মামলা হয়নি বলে জানান। তবে যাতে ভবিষ্যতে এরকম কোন ঘটনা না ঘটে সেজন্য সকলকে সচেতন থাকার জন্য বলেন।