১৪ জুলাই থেকে সারাদেশের পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা সরকারী কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশনের দাবীতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে। এর প্রেক্ষিতে ফুলবাড়ীয়া পৌরসভা কর্মকর্তা কর্মচারীরা ও ঢাকায় অবস্থান করছেন।
ফলে ফুলবাড়ীয়া পৌর শহরের বিভিন্ন স্থানে ময়লার স্তপ জমে আছে। এতে ছড়াচ্ছে দূর্গন্ধ। ড্রেনগুলো নিয়মিত পরিস্কার না করায় সামান্য বৃষ্টি হলেই শহরের বিভিন্ন এলাকা ডুবে যাচ্ছে পানিতে। বন্ধ রয়েছে চলমান উন্নয়নের কাজ রাস্তাঘাট, কালবাট, ড্রেন ব্যবস্থা, জম্ম-মৃত্যু সনদ, নাগরিক সনদ, টিকাদান কর্মসূচীসহ বিভিন্ন নাগরিক সেবা। এতে চরম দুর্ভোগ ও সমস্যায় পড়েছে পৌর এলাকার সাধারণ মানুষ। এ ব্যাপারে জানতে চাইলে পৌর সচিব হারুনর রশিদ জানান, দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দলন চলবে। ফুলবাড়ীয়া পৌর মেয়র গোলাম কিবরিয়া পবিত্র হজ¦ পালনে মক্কায় অবস্থান করায়, প্যানেল ও ভারপ্রাপ্ত মেয়র ছফর আলী বুলু বলেন, জরুরী বিত্তিতে ১আগস্ট বৃহস্পতিবার পৌরসভার সকল কাউন্সিলারগণদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা গ্রহন করা হবে।