দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ ১২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যবসায়ী ও একজন মাদক মামলার ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করেছ্।ে ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম জানান, ঘোড়াঘাট পৌরসভার শ্যামপুর এলাকার আঃ গোফফারের পুত্র মোঃ আসলাম আলী কাঠ ভুট্টু(৩৮) দীর্ঘ দিন থেকে ইয়াবাসহ বিভিন্ন নেশা জাতীয় মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত অনুমান ৮টার সময থানার সাব-ইন্সপেক্টর মোঃ মোজাফফর হোসেন সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ওসমানপুর বাজার আইসক্রিম ফ্যাক্টরির নিকট আসলাম আলী ভুট্টুকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশী করে ১২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অপর দিকে থানার সাব-্ইন্সপেক্টর সাইফুল ইসলাম-১ মঙ্গলবার বেলা ১টায় ঘোড়াঘাট পৌর সভার নয়াপাড়া এলাকার বদরুলের পুত্র মাদক মামলার ওয়ারেন্টের আসামি রাজুকে(২৫) গ্রেফতার করে।