বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৮৪ নং দক্ষিণ ভরানিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুর ২ টায় অনুষ্ঠিত এ মা সমাবেশে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আশ্রাফুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ খাদিজা খানম, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল হোসেন, পরিচালনা পর্ষদের সদস্য মোঃ মকবুল হোসেন, সহকারী শিক্ষক আবদুস সোবাহান, শিক্ষিকা মোসাঃ আনজুমান, মাকসুদা আক্তার, নীলা আক্তার প্রমূখ। সমাবেশে শতাধিক শিক্ষার্থীর মা ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তরা দেশের বর্তমান ছেলেধরা আতংকের ব্যাখ্যা দিয়ে বলেন ছেলে ধরা কথাটি সম্পূর্ণ গুজব, এতে কান না দেয়ার আহবান জানান, এবং এ গুজবে কান দিয়ে নিরিহ মানুষ পিটিয়ে মারা থেকে বিরত থাকতে আহবান জানান। পরে পরিচালনা পর্ষদের উদ্যোগে এক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ খাদিজা খানম।