ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ও জাতীয় মাদক বিরোধী ফোরাম হরিণাকু-ু শাখার বাস্তবায়নে মঙ্গলবার “মাদক ও সন্ত্রাস সামাজিক অভিশাপ” নির্মূলে চাই ঐক্যবদ্ধ ও সচেতন সংলাপ শীর্ষক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হক। এ সময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন হরিণাকু-ু থানার কর্মকর্তা ইনচার্জ আসাদুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, স্থানীয় জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, ইউ,পি চেয়ারম্যান মুনজুরুল আলম, বেসরকারী সংস্থা সিও এর প্রধান নির্বাহী শামসুল ইসলাম, হরিণাকু-ু প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, সাংবাদিক মুস্তাফিজুর রহমান এল.বি লিটন প্রমুখ। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জাতীয় মাদক বিরোধী ফোরাম হরিণাকু-ু শাখার সভাপতি সাইফুর রহমান বাদল। হরিণাকু-ু প্রেসক্লাব ও মাদক বিরোধী ফোরামের সাধারণ সম্পাদক জাফিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক টিটো। সভা শেষে ছাত্র-ছাত্রীদের কে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের অতিথী।