গরু-ছাগলের গোবর,হাস-মুরগীর নাড়ীভুড়ি,হোটেলের পচাবাসি খাদ্য,হাড়গোড় সহ নতুন বাজারের, ময়লা আবর্জনা,বালতিভারা মুরগি জবাইয়ের রক্ত মিশ্রিত পানি দেদারছে ফেলা হচ্ছে কালগঞ্জ শেখ রাসেল ষ্টেডিয়ামের পূর্বপাশে। চলতি বর্ষা মৌসুসে বৃষ্টির পানিতে এই ময়লার আবর্জনার স্তুপ আর ও পচেগলে দূর্গন্ধ ছড়াচ্ছে পারিপাশে। ফলে পথচারি, মাদ্রাসার ছাত্র শিক্ষক, মসজিদের মুসল্লিসহ শেখ রাসেল ষ্টেডিয়ামের পাশর্^বর্তী আবাসিক এলাকায় নাগরিকরা ময়লা পচাগন্ধে দুনরবিসহ জীবন যাপন করছে।
কালীগঞ্জসপৌরসভার অধীন মেইন বাসণ্টান্ড সংলগ্ন সরকারি ব্রিকফিল্ড ছিল একসময় মাদক পল্লী। প্রায় সহ¯্রাধিক ছিন্নমুল পরিবার এখানে কুপড়ি ঘর বেধে রমরমা মাদকের ব্যবসা করতো। হাত বাড়ালেই পাওয়া যেন হিরোইন, ফেনসিডিল,গাজা এবং বাংলা মদ। কিন্তু একসময় জেলা ও থানা প্রমঅসনের যৌথ ভাবে দফায় দফায় অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হয় ব্রিকফিল্ড এলাকায় মাদক পল্লী।কিছুদির পর ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার খেলাধুলার মান উন্নয়ন এবং শহরবাসির বিনোদণের জন্য সরকারের ক্রীড়া মন্ত্রনালয়ের অর্থিক সহযোগিতায় ৪৫ লাখ টাকা ব্যাযে গড়ে তোলা হয় শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম। এরপর শুরু হয় ক্রীকেট,ফুটবল,ভলিবল সহ অন্যান্ন খেলাধুলা।
কালীগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক লুতফর রহমান লাড্ডু জানান, ষ্টেডিয়ামের পাশে রয়েছে ২টি হাফেজিয়া মাদ্রাসা,২টি সমজিদ, গরু ছাগলের হাট, বাঁশ বিক্রির হাট, মাছ, মাংশ ও সবজির বাজার, মুক্তিযোদ্ধা ভাবন,সহ আবাসিক এলাকা। াব্রকফিল্ড হাফেজিয়া মাদ্রাসার প্রদান হাফেজ আবু বক্কর, সাওতুল হেরা তাওফিজুল কুরান ক্যাডেট মাদ্রাসা প্রদান হাপেজ আসাদুজ্জামান নতুন বাজার জামে মসজিদের মোয়াজ্জেম আলতাপ হোসেন এবয় বাঁশ বিক্রেতা হারুন খান জানান, গরু-ছাগলের গোবর,হাস-মুরগীর নাড়ীভুড়ি,হোটেলের পচাবাসি খাদ্য,হাড়গোড় সহ নতুন বাজারের, ময়লা ২০/২৫ দিন যাপত ফেলা হচ্ছে শেখ রাসের ষ্টেডিয়ামের পাশে ফাকা জায়গায় বাঁশ হাটের কাছে। বৃষ্টিতে এগুলো পচন ধরে বাতাশে দূর্গন্ধ ছড়াচ্ছে। এই বিশাক্ত গন্ধে খেলাধুা বন্ধ হবার উপক্রম সহ সমজিদের মুসল্লি, মাদ্রাসার ছাত্র, শিক্ষক এবং আবাসিক এলাকায় দুবিসহ জীবন যাপন করছে।
সরকারি তহবিল হতে।