ঝিনাইদহ কালীগঞ্জ শহরের দু,টি বাজারে ডিজিটাল ওজনযন্ত্রে মাল মালমাল কিনে ক্রেতরা ঠকছে অহরহ। প্রতি কেজি মালামারে ২/৩,শ গ্রাম মাশাল নেই হয়ে যায়। অথচ সরকারের ভোক্তা অধিকার কর্তৃপক্ষ এবং বি,াসে,টি,আই কর্মকর্তাদের কোন নেক নজর নেই।ভ্রাম্যমান অভিযান না থাকার কারণে দোকানীরা নির্বিগ্নে চালিয়ে যাচ্ছে ওজন কারচুপির কারবার। কালীগঞ্জ শহরের মাছ,মাংশ ও মুরগীর কোকানীরা অতি মুনাফার লোভে ডিজিটাল ওজন যন্ত্রে প্রতি কেজিতে ২,শ গ্রাম থেকে ৩,শ গ্রাম মালামাল কম দিয়ে সাধারন ক্রেতাদের ঠকাচ্ছে প্রতিনিয়ত।
মোবারকগঞ্জ চিনি কলের ডেপুটি ম্যানেজার মাহমুদ গোলাম মোস্থফার অভিযোগ তিনি কালীগঞ্জ বাসষ্টান্ডের সার গোডাউনের সামনে এক দোকানির নিকট থেকে ৩ কেজি গরু মাংস ক্রয় করেন। তিনি মাংশ নিয়ে পাশের এক মুদি দোকানীর ডিজিটাল ওজন যন্ত্রে ওজন করে দেখতে পান ৩ কেজির মাংশ হয়ে আড়াই কেজি। ৫,শ গ্রাম কম দিয়েছে। গোলাম মোস্তফা মাংশের থলে নিয়ে মংাশশের দোমানে নিয়ে বলেন মাংশ ৫,গ্রাম কম দিলে কেন। সে সময় দোকাসী মাংশ ব্যবসায়ি বলেন তা হলে আমাদের ওজন করতে ভুল হয়েছে। পরে পুনরায় আবার পাচ,শ গ্রাম কেটে দেয়। কালীগঞ্জ পারিয়াট গ্রামের সাহেব আলী শহরের বড় বাজার থেকে ৬,শ টাকা দরে ৩ কেজি ইলিশ ক্রয় করেন ১৮ টাকায়। তিনি অন্য একটি দোকানে নিয়ে ওজন করে দেখে ৩ কেজিতে ৫,শ গ্রাম কম দিয়েছে ইলিশ মাছ। সাহেব আলী সাথে সাথে মাছের দোকানে গিয়ে মাছ কম দেবার কথা জানালে ব্রিকেতা তাকে ৩,শ টাকা ফেরত দেয় ও ক্ষমা চায়। এভাবে কালীগঞ্জ শহরের দুটি বাজারে প্রতিটি মাছ, মাংশ, মুরগিসহ কাঁচা বাজারের অধিকাংশ ডিজিটাল ওজন যন্ত্রে প্রতি কেজিতে ২গ্রাম থেকে ৫,শ গ্রাম মালামাল কম দেওয়া হচ্ছে। এ ছাড়া কালীগঞ্জ বাসষ্টান্ডে ফল ব্যবসায়িরা ও ফল বিক্রিতে ব্যাপক ভাবে ওজনে কম দিচ্ছে। এতকরে সাধারন ক্রেতারা প্রতিনিয়িত ডিজিটাল যন্ত্রে মালামাল ক্রয় করে মারাতœকভাবে লোকসান খাচ্চে।
একজন ব্যবসায়ি জানায় দেড়, দু হাজার টাকার মুল্যে ডিজিটাল ওজন যন্ত্রে কারচুপি করা সহজ ব্যাপার। তার মতে পৌর কর্তৃপক্ষ ভোক্তা অধিকার এবং বিএসটিআই সংস্থার কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাঝে মধ্যে ওজনযন্ত্র গুলো পরীক্ষা নিরিক্ষা করলে অসাধু ব্যবসায়িদের বিরুদ্ধে আবনি অনুযায়ী জেল জরিমানার ব্যবস্থা করলে ওজওন কম দেওয়া বন্ধ হবে।