সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গোসলখানায় গলায় ফ্াঁস দিয়ে এক রোগী আত্মহত্যা করেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ব্যথার যন্ত্রনা সইতে না পেরে রোগী মাজেদা বেগম (৪৫) আত্মহত্যা করতে পারে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১ টার দিকে। গতকাল মঙ্গলবার সকালে সিরাজদিখান থানা পুলিশ লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ মর্গে পাঠিয়েছে। মাজেদা বেগম উপজেলার বয়রাগাদি ইউনিয়নের রায়েরবাগ গ্রামের মো. বাবুল শেখের স্ত্রী।
মাজেদা বেগমের মেয়ে মিনারা আক্তার জানান, তার মা ৫ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিল, হাসপাতালে সাথে সে ছিল। দেড় মাস আগে ঢাকার একটি হাসপাতালে তার পিত্তথলীর অপারেশন করা হলেও সুস্থ্য হয় নাই। পেটের ব্যথার যন্ত্রনায় কাতর ছিল রাতে মার সাথে আমিও ঘুমিয়ে গেছি। সবাই ঘুমিয়ে পরলে গভীর রাতে তার মা হাসপাতালের গোসল খানায় ঝড়নার পাইপের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বদিউজ্জামান বলেন, আমরা হাসপাতাল থেকে ওষুধ সালাইন সহ সব ধরনের সহযোগিতা করেছি। আমাদের তরফ থেকে সেবা কমতি ছিলনা। কিছু দিন আগে অপারেশন হয়েছে, তারপর থেকে শরীরে ব্যথা যন্ত্রনা সইতে না পেরে আত্মহত্যা করে বলে মনে হচ্ছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, ঘঁনার বিবরণ শুনে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে ময়না তদন্তের পর সঠিক কি তা বলা যাবে। লাশ মর্গে পাঠানো হয়েছে, অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।