সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ মোতালেব হাওলাদারকে (সিভিল) দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। পরবর্তী আদেশ দেয়া পর্যন্ত তিনি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে সংযুক্ত থাকবেন।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, সোমবার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন স্বাক্ষরিত এক আদেশে মোতালেব হোসেনকে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। তবে কি কারণে তাকে অব্যহতি দেয়া হয়েছে সে বিষয়টি তিনি জানাতে পারেননি।
উল্লেখ্য, বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ দায়িত্ব গ্রহনের পর পরই দুর্নীতি ও বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের সনদ জাল করার অপরাধে আবদুল মোতালেব হাওলাদারকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করে রাখে। পরে তাকে অন্য বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব দেয়া হয়েছিলো।