ডেঙ্গু জ¦রের সকল পরীক্ষা-নিরীক্ষা ফ্রি ঘোষণা করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালক ডাঃ বাকির হোসেন। মঙ্গলবার দুপুরে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শেবাচিম হাসপাতালে ডেঙ্গু জ¦রের সকল পরীক্ষা-নিরীক্ষা ফ্রি ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, পাশাপাশি আসন্ন ঈদ-উল আযহার ছুটিতে হাসপাতালে আগত রোগীদের শতভাগ নিশ্চিত চিকিৎসা সেবা দিতে আগাম প্রস্তুতি হিসেবে আমিসহ সংশ্লিষ্ট সকল চিকিৎসক, সেবক-সেবিকা, কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, জরুরী সেবা হিসেবে দক্ষিণাঞ্চলের সর্ববৃহত এ হাসপাতালে পর্যাপ্ত ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী রয়েছে।
ডেঙ্গু হেল্প ডেক্স উদ্বোধণ ॥ এদিকে আগৈলঝাড়া উপজেলায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য সেবায় মঙ্গলবার দুপুরে ডেঙ্গু হেল্প ডেক্স উদ্বোধণ করা হয়েছে। হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন তার অফিস কক্ষে (০১৭৩০-৩২৪৪০৮) মোবাইল নাম্বারে ডেঙ্গু জ¦র সম্পর্কে যে কোন তথ্য ও সেবা নিশ্চিত করতে ডেঙ্গু হেল্প ডেক্সের উদ্বোধণ করেন।