ময়মনসিংহের গফরগাঁওয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ জহিরুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন পুলিশ। জহিরুল ইসলাম পৌর শহরের ৭নং ওয়ার্ডের শিলাসী এলাকার বাদল মিয়ার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সকালে গফরগাঁও থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স পৌর শহরের ৭নং ওয়ার্ডের শিলাসী এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ইসলামকে আটক করে। এ সময় তার দেহ তলাসী করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গফরগাঁও থানার কর্মকর্তা ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, আটক জহিরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার ময়মনসিংহ আদালতে পাঠানো হবে।