বাগেরহাটে পূর্ব শত্রুতার জেরে খান রুবেল (৩৪) নামের এক যুবককে পিটিয়েছে প্রতিপক্ষরা। শুক্রবার রাতে সদর উপজেলার যাত্রাপুর বাজার সংলগ্ন ব্রিজের উপর পৌছালে প্রতিপক্ষরা রুবেলের উপর হামলা করে। রুবেল সদর উপজেলার চাপাতলা গ্রামের খান লিয়াকত হোসেনের ছেলে। এ ঘটনায় রুবেল বাগেরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। রুবেল বলেন, শুক্রবার যাত্রাপুর বাজার সংলগ্ন ব্রিজের উপর পৌছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা টিপু শেখ, বাবলু শেখসহ ৭-৮ জন লোহার রড, লাঠি সোটা দিয়ে এলোপাতাড়ি ভাবে আমাকে মারধর করে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন বলেন, অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।