বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন বলেছেন, শুধু বৃক্ষ রোপন করলে হবে না। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তণের ক্ষতি মোকাবেলা করতে মানুষের স্বভাব-চরিত্র ভাল করতে হবে। মঙ্গলবার দুপুরে উদয়ন বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে সক্ষমতা অর্জনে উপকূলীয় বনায়ন ও ম্যানগ্রোভ বন সংরক্ষণের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তণের ক্ষতি ও পরিবর্তন মোকাবেলায় করনীয় বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা সৃষ্টি করতে হবে। সকলকে অধিক সংখ্যক গাছ লাগিয়ে জলবায়ু পরিবর্তণের ক্ষতি যথা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করার আহবান জানান তিনি।
কোস্ট টাষ্ট্রস্টের সহয়তায় উদয়ন বাংলাদেশের আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন সামাজিক বনবিভাগ, বাগেরহাটের সহকারী বন সংরক্ষক এস এম আলী আকবর। উদয়ন বাংলাদেশর নির্বাহী পরিচালক শেখ আছাদের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোস্ট টাষ্ট্রস্টের সিজেআরএফ প্রকল্পের কোঅরডিনেটর, মনিটরিং এবং ইভালুয়েশন কর্মকর্তা ফারহা হাদীয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) কামরুল ইসলাম। সেমিনারে আরও বক্তব্য রাখেন বাগেরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড শরীফা খানম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ স¤পাদক তালুকদার আবদুল বাকী, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, ভয়েস অব সাউথ বাংলার নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, হেলভেটাস বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা নুসরাত জাহান, সময় টিভির জেলা প্রতিনিধি আলী আকবর টুটুল, ব্রাকের জেলা প্রতিনিধি মারুফ পারভেজ, শরণখোলার সহবন ব্যবস্থাপনা কমিটির আবুহ আহসান তুহিন ও ফরিদ খান মিন্টু, প্রতিবন্ধী সংগঠন সংকল্প'-র সভাপতি শেখ হারুনুর রশিদ প্রমুখ।