দাকোপ উপজেলা প্রশাসন ও নবযাত্রা প্রকল্পের আয়োজনে বাল্যবিবাহ রোধে গণসমাবেশ ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।“১৮’র আগে বিয়ে নয়” এ শ্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সঞ্জীব দাশ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার। সভায় স্বাগত বক্তৃতা করেন সুশীলনের প্রোগ্রাম কর্মকর্তা মোক্তার হোসেন। বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, রঘুনাথ রায়,রনজিত কুমার মন্ডল, শেখ আবদুল কাদের,ওসি তদন্ত দেবাশীষ দাস, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মোড়ল, স্বপন মহলদার, সাংবাদিক দীপক রায় ও উপস্থিত কাজি, পুরোহিত ও বিবাহ রেজিষ্ট্রার বৃন্দ।সভায় দাকোপে আর একটিও যেন বাল্যবিবাহ না হয় তার জন্য বক্তারা উপস্থিত সকলের নিজ নিজ অবস্থানে থেকে কাজ করার আহবান জানান।