স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ৭ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা পরিষদের সম্প্রসারিত আধুনিক চার তলা ভবন, হলরুম ও নির্বাহী অফিসারের বাস ভবন মঙ্গলবার সকালে উদ্বোধণ করেছেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, নতুন ভবনে কর্মকর্তারা আরাম আয়েস করলে হবেনা। জনগণের জন্য সেবার মান বাড়াতে হবে। সুশাসন নি”্ছতি করতে হবে। তা হলে জনগণ ভাববেএই সরকার ভালো, এই সরকার আমলে সেবা পাওয়া যায়।
এ উপলক্ষে উপজেলার শহীদ সুকান্ত আব্দুল্লাহ ভবনের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, বরিশাল জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শরীফ জামান উদ্দিন, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান প্রমুখ।