বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি গ্রামের একটি রাস্তার জন্য পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষের দুর্ভোগের শিকার হচ্ছে। এতে গ্রামের কয়েক হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্্ির বাজার হতে উত্তর দেহেরগতি গ্রামের থেকে চর মলংগা হয়ে উজিরপুর সীমান্তের কমলাপুর পর্যন্ত ৪ কিলোমিটার কাঁচা রাস্তা দিয়ে স্কুলের শিক্ষার্থীসহ এলাকাবাসী যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। এ রাস্তাটি পাকা করনের জন্য এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধরনা ধরলেও কাজের কাজ কিছুই আজও হয়নি। এ রাস্তাটি দিয়ে রাতের বেলায় বয়স্ক লোকেরা চলাচল করতে পারেনি বলে তারা ৮কিলোমিটার ঘুরে বাড়ি ফিরতে হয়। কারণ এ কাঁচা রাস্তাটিতে রয়েছে ৭টি কালর্ভাট এর মধ্যে পাঁচটি ভেঙ্গে যাওয়ায় এলাকাবাসী ওই কালভাটের উপর বাঁশ ও কাঠ ফেলে চলাচল করছে।