খুলনার পাইকগাছা বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে সাংসদ আক্তারুজ্জামান বাবু বলেন, বেশি-বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান, নিজের পরিবারকে বাঁচিয়ে অপরকে বাঁচানোর আহবান জানান। তিনি মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত ৪ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা ও সেমিনারের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। পরিবেশ বাঁচাতে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর গাছ লাগানোর নির্দেশনার কথা উল্লেখ করে তিনি ভবিষ্যতে গ্রীণ পাইকগাছা-কয়রা গড়ার ইঙ্গিত দিয়ে চলতি বর্ষা মৌসুমে নির্বাচনী এলাকায় ফলদ সহ বিভিন্ন প্রজাতির ৫ হাজার গাছের চারা সরবরাহের ঘোষণা দিয়েছেন। বাবু আরোও বলেন, জলবায়ুর বিরুপ প্রভাবে সুন্দরবন সংলগ্ন এ অঞ্চলের মানুষ নদী ভাঙন, বিভিন্ন প্রতিকূলতা সহ প্রকৃতির সাথে যুদ্ধ করে জীবন সংগ্রামে টিকে আছে। তিনি ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে উপকূলে মজুত বেড়িবাঁধ সহ গাছ লাগিয়ে সবুজ বেষ্টনি গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম। মেলায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দীন ফিরোজ বুলু, লিপিকা ঢালী, উপজেলা আওয়ামী লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা পবিত্র কুমার দাশ, ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, মো. রেজাউল করিম, গাজী সাইফুল ইসলাম ও প্রধান শিক্ষক খালেকুজ্জামান প্রমুখ। বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত কুমার, আওয়মী লীগনেতা বিভূতী সানা, জেলা যুবলীগ নেতা জসীমউদ্দীন বাবু, শামিম সরদার, শেখ আনিছুর রহমান মুক্ত, আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, তাছলিম হুসাইন তাজ, ব্যবসায়ী রামপদ পাল, আজিজুর রহমান লাভলু, উপসহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায়, মিজানুর রহমান, বেল্লাল হোসেন, প্রকাশ মন্ডল, দিবাকর সরকার, অরুন কুমার পাল ও ডল্টন রায় প্রমুখ।