বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এসিলাহা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।
বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলায় পূর্ব খাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নেহালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু গোল্ডকাপের খেলায় ফুলহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মোরেলগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, পৌরসভার মেয়র এ্যাড মনিরুল হক তালুকদার, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক ও চেয়ারম্যান মাহমুদ আলী।
এ ফাইনাল খেলায় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা খেলা উপভোগ করেন।