ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচবাগ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী মিনহা রাফিদা খানের উপর অ্যাসিড নিক্ষেপকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে মানববন্ধন করেছে গফরগাঁও হেল্পলাইন নামে একটি অনলাইন ভিত্তিক মানব সেবা সংগঠন।
গতকাল মঙ্গলবার সকালে গফরগাঁও প্রেসক্লাবের সামনে কলেজ রোড সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে এই দাবী জানিয়েছে সংগঠনটি। সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপি এই মানববন্ধন চলাকালে মিনহা রাফিদা খানের উপর অ্যাসিড নিক্ষেপকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, গফরগাঁও হেল্পলাইনের প্রতিষ্ঠাতা আকরাম হোসেন তাহসীন, সিহাব আল হাসান হৃদয়, ফয়সাল আহমেদ নিয়ম, তারিকুল ইসলাম সানী, আপেল মাহমুদ, তাপসী, মাইনুল ইসলাম গাফফার, মারজান আবেদীন সানি, জয়া, মোঃ রমজান, মফিজুল হক শাকিল ও সুজন প্রমুখ।