বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ৩দিনব্যাপি ফল ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, শিক্ষার্থীদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ, আলোচনা সভা ও উপজেলা কৃষি অফিস চত্বরে মেলার স্টল পরিদর্শন।
উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহারের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওনের সঞ্চালনায় পাবলিক হলে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আবদুর রহিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল ওয়াহেদ খান, ডিকেআইবি ময়মনসিংহ জেলার সভাপতি এএইচএম জামাল উদ্দিন, ডিকেআইবি গৌরীপুর উপজেলার সভাপতি আনিসুর রহমান প্রমুখ।