কুড়িগ্রামের নাগেশ্বরীতে ছেলেধরা গুজব ও ডেঙ্গু প্রতিরোধ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। পদ্মাসেতুতে মানুষের মাথা ও রক্তের প্রয়োজন-এমন গুজব ছাড়ানোয় ছেলেধরা ও মাথাকাটা গুজব এবং ডেঙ্গু প্রতিরোধকল্পে নাগেশ্বরী থানা পুলিশের উদ্যোগে পুলিশ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মঙ্গলবার বেলা ১১টায় নাগেশ্বরী কামিল (এম.এ) মাদরাসায় এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাসুদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ইলিয়াস আলির সঞ্চালণায় আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. রওশন আলম, ওসি (তদন্ত) পলাশ চন্দ্র মন্ডল, ম্যানেজিং কমিটির সদস্য আবদুল খালেক, রবিউল ইসলাম প্রমুখ।