মোল্লাহাট উপজেলার ৭নং আটজুড়ী ইউনিয়ন আ.লীগের তৃ’বার্ষিক সম্মেলন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মত সিদ্ধান্তে বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মোল্লা সভাপতি ও আবদুস সবুর মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। সোমবার সকায় ৯টায় আটজুড়ী ইউনিয়ন পরিষদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগ সভাপতি কালিপদ বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানার সঞ্চালনায় ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আ.লীগ সহ-সভাপতি অ্যাড. মোঃ ফরিদ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগ কৃষি বিষয়ক সম্পাদক অ্যাড. মোহাম্মাদ আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন-উপজেলা আ.লীগ সহ-সভাপতি আব্দুল্লাহিল কাফী, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মিয়া ও সহ সভাপতি মোঃ ফারুক হোসেন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধূরী মনিরুজ্জামান মিনু, সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল কবির, মোল্লা হাসান আলী হায়দার ও মোঃ জিকরুল আলম মিয়া, প্রচার সম্পাদক অধ্যক্ষ বশির উদ্দিন, সহ-প্রচার সম্পাদক সিকদার নাসির উদ্দিন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমূখ। এ ছাড়া বক্তব্যদেন ২ নং ওয়ার্ড আ.লীগ সভাপতি ছায়েম আলী, ৩নং ওয়ার্ড আ.লীগ সভাপতি মোঃ ফিরোজ মোল্লা ও ৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ মান্নু মিয়াসহ অনেকে।